1) AdSense - - -
মূলত সারা বিশ্বে ব্লগিং করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করেন এমন অনেকেই আছেন। এ তালিকায় বাংলাদেশেরও অনেক ব্লগার আছেন। তবে শুধু ব্লগই নয়, অনেক ধরনের ওয়েবসাইটেই গুগল অ্যাডসেন্স ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে সংবাদভিত্তিক ওয়েবসাইট (যেমন: প্রথম আলো, বিবিসি, টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া), ই-কমার্স সাইট (যেমন: বিক্রয় ডটকম, ওএলএক্স ডট কম ডট বিডি), জবসসাইট (জবস এওয়ান ডট কম) ইত্যাদি।
2) Avro
অভ্র’র নতুন সংস্করণে Photoshop এর সাম্প্রতিকতম সংস্করণ Photoshop CC তে বাংলা লেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। অবশ্য এ জন্য Photoshop CC তে ইউনিকোড বাংলা রেন্ডারিং চালু করতে Preferences -এ ছোট্ট একটু পরিবর্তন আনা প্রয়োজন হবে। এজন্য Edit > Preferences > Type… অপশনে গিয়ে Choose Text Engine Options বক্সে নির্বাচন করুন ‘Middle Eastern and South Asian’ এবং OK বোতাম চেপতে হবে। তাহলেই অভ্র এবং বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করে Photoshop -এ ঝকঝকে বাংলা দেখা যাবে।
3) Job - - -
মেহেদী জানালেন, ফেসবুক, গুগল, টুইটার, আমাজনের মতো প্রতিষ্ঠানে কে কোন প্রোগ্রামিং ভাষায় দক্ষ, সেটি বড় কথা নয়। বরং প্রাথমিক সমস্যাগুলো সমাধানের যোগ্যতা কার কেমন রয়েছে তাঁর ওপর নির্ভর করে নিয়োগ পাওয়ার বিষয়। ‘এসব ক্ষেত্রে নতুন যাঁরা আসতে আগ্রহী, তাঁদের গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত। এ ছাড়া স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের দরকার, যতটা সম্ভব প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।
4) BD IT - - - -
রাজধানীর ফকিরাপুলের শতাব্দী সেন্টারে ওয়েবকোড এর উদ্বোধন করেন সূর্য্যমুখী সফটওয়্যারের প্রধান নির্বাহী ফিদা হক ও ইলেক্ট্রোক্রাফট করপোরেশনের প্রধান নির্বাহী আমীর হোসেন
5)
Weebly is an American web-hosting service that features a "drag-and-drop" website builder.[1][2][3] As of August 2013, Weebly hosts over 15 million sites, with a monthly rate of over 100 million unique visitors.
মূলত সারা বিশ্বে ব্লগিং করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করেন এমন অনেকেই আছেন। এ তালিকায় বাংলাদেশেরও অনেক ব্লগার আছেন। তবে শুধু ব্লগই নয়, অনেক ধরনের ওয়েবসাইটেই গুগল অ্যাডসেন্স ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে সংবাদভিত্তিক ওয়েবসাইট (যেমন: প্রথম আলো, বিবিসি, টেলিগ্রাফ, টাইমস অব ইন্ডিয়া), ই-কমার্স সাইট (যেমন: বিক্রয় ডটকম, ওএলএক্স ডট কম ডট বিডি), জবসসাইট (জবস এওয়ান ডট কম) ইত্যাদি।
2) Avro
অভ্র’র নতুন সংস্করণে Photoshop এর সাম্প্রতিকতম সংস্করণ Photoshop CC তে বাংলা লেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। অবশ্য এ জন্য Photoshop CC তে ইউনিকোড বাংলা রেন্ডারিং চালু করতে Preferences -এ ছোট্ট একটু পরিবর্তন আনা প্রয়োজন হবে। এজন্য Edit > Preferences > Type… অপশনে গিয়ে Choose Text Engine Options বক্সে নির্বাচন করুন ‘Middle Eastern and South Asian’ এবং OK বোতাম চেপতে হবে। তাহলেই অভ্র এবং বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করে Photoshop -এ ঝকঝকে বাংলা দেখা যাবে।
3) Job - - -
মেহেদী জানালেন, ফেসবুক, গুগল, টুইটার, আমাজনের মতো প্রতিষ্ঠানে কে কোন প্রোগ্রামিং ভাষায় দক্ষ, সেটি বড় কথা নয়। বরং প্রাথমিক সমস্যাগুলো সমাধানের যোগ্যতা কার কেমন রয়েছে তাঁর ওপর নির্ভর করে নিয়োগ পাওয়ার বিষয়। ‘এসব ক্ষেত্রে নতুন যাঁরা আসতে আগ্রহী, তাঁদের গণিত অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত। এ ছাড়া স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের দরকার, যতটা সম্ভব প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।
4) BD IT - - - -
রাজধানীর ফকিরাপুলের শতাব্দী সেন্টারে ওয়েবকোড এর উদ্বোধন করেন সূর্য্যমুখী সফটওয়্যারের প্রধান নির্বাহী ফিদা হক ও ইলেক্ট্রোক্রাফট করপোরেশনের প্রধান নির্বাহী আমীর হোসেন
5)
Weebly is an American web-hosting service that features a "drag-and-drop" website builder.[1][2][3] As of August 2013, Weebly hosts over 15 million sites, with a monthly rate of over 100 million unique visitors.
No comments:
Post a Comment