Tuesday, December 16, 2014

Info 2014 12 A

1) এদিন ইনস্টাগ্রামের কর্ণধার কেভিন সিসট্রম জানিয়েছেন, ইনস্টাগ্রামে প্রতিদিন সাত কোটি ছবি আপলোড করেন গ্রাহকরা৷এর থেকেই বোঝা যায় এই সোশ্যাল অ্যাপটি কতখানি জনপ্রিয় হয়েছে গ্রাহকদের কাছে৷ আগামী দিনে এই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী সংস্থা৷- ওয়েবসাইট।
2) নিউ ইয়র্ক: ট্যুইটারকে গোহারান হারলো ইনস্টাগ্রাম৷

বৃহস্পতিবার এমনই তথ্য জানা গিয়েছে সোশ্যাল অ্যাপ ইনস্টাগ্রামের পক্ষ থেকে৷ বাজারে এই জনপ্রিয় অ্যাপ আসার নয় মাসের পরই তার গ্রাহক সংখ্যা ছাড়ায় ২০ কোটি৷ বর্তমানে ইনস্টাগ্রাম ব্যবহার করেন ৩০ কোটি গ্রাহক৷ যা ট্যুইটার ব্যবহারকারীদের থেকে কয়েক কোটি বেশি বলে জানা গিয়েছে৷ বর্তমানে ট্যুইটার ব্যবহার করেন ২৮ কোটি গ্রাহক৷সেই জনপ্রিয়তাকে ছাপিয়ে গেল ইনস্টাগ্রাম৷ চলতি বছরে ট্যুইটারে নতুন গ্রাহক হিসাবে যুক্ত হয়েছেন প্রায় তিন কোটি৷ অন্যদিকে চলতি বছরে ইনস্টাগ্রামে নতুন ব্যবহারকারী সংখ্যা প্রায় ১০ কোটি৷
3) Wubi (Windows-based Ubuntu Installer) was an official Windows-based free software installer for Ubuntu, from 2008 until 2013,[2] which allowed the installation of Ubuntu to a single file within an existing Windows partition.
4) 0.facebook,com
আসুন জেনে নিই0.facebook,com
ইউজ করার ফজীলত সমূহঃ
১)বেগানা
নারীকে
দেখা যায়না।
ফলে গুনাহ
থেকে বাঁচা যায়।
২) পকেটের টাকার
সাশ্রয় হয়।
৩) লং টাইম
FB-তে থাকা যায়।
৪) সময় সাশ্রয় হয়
কারণ লোডিং
এর ঝামেলা নেই।
৫) ব্যাচেলর
লাইফের সময়
কাটিয়ে বিয়ের
চিন্তা থেকে
মুক্ত থাকা যায়।
৬)কিপটা হওয়া
সহজ হয় ।
৭) লং টাইম
fb -তে থাকায়
gf না থাকার
দুঃখ ভুলে
থাকা যায়।
৮) সব চেয়ে
বড় কথা বন্ধুদের
স্ট্যাটাসে কুপিয়ে
likeদেয়া যায়|
আল্লাহ তাআলা আমাদের কে সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন|
_আমিন
5) When Do LOG Errors Occur?
LOG errors, such as those associated with wiatrace.log, most often occur during computer startup, program startup, or while trying to use a specific function in your program (eg. printing).

No comments:

Post a Comment