Tuesday, December 16, 2014

ফ্রিল্যান্সারদের ডিজাইন বিক্রির শীর্ষ ২০ ওয়েবসাইট

:: ফ্রিল্যান্সারদের ডিজাইন বিক্রির শীর্ষ ২০ ওয়েবসাইট

সময়ের জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিং। আর এ ক্ষেত্রে গ্রাফিক্স ও ওয়েব ডিজাইনার কিংবা ক্রিয়েটিভ পেশাজীবীদের চাহিদা অনেক। তবে কাজের ক্ষেত্রে অনেক সময় ভালো মানের ডিজাইন পছন্দ নাও করতে পারে। আবার অনেক সময় নমুনা (স্যাম্পল) ডিজাইনও করা হয়ে থাকে।

এসব বাদ পড়া কিংবা পড়ে থাকা নমুনা ডিজাইনও অনেক সময় মার্কেটপ্লেসে বিক্রি করা যায়। লোগো, ওয়েব টেমপ্লেট, ফটো ইত্যাদি বিক্রির শীর্ষ ওয়েবসাইটগুলো সম্পর্কে ফ্রিল্যান্সারদের জানাতে এ প্রতিবেদন।

গ্রাফিক লেফটওভার : সাইটটিতে লোগো, আইকন, ইলাস্ট্রেশন, টেমপ্লেটসহ এ ধরণের ডিজাইন বিক্রি করা যায়। এটি অন্যান্য ওয়েবসাইটের তুলনায় ভালো অর্থ প্রদান করে।

আইস্টকফটো : এখানে ফটো, ইলাস্ট্রেশন, ফ্লাশ, ভিডিওসহ বিভিন্ন ধরণের ক্রিয়েটিভ কাজ বিক্রি করা যায়।

কোসোয়াপ : সাইটটিতে বিভিন্ন ডিজাইন ও কোডিং কেনাবেচা করা যায়।

ভেক্টরস্টক : বিভিন্ন ধরণের ইমেজ ভেক্টর বিক্রির অসাধারণ একটি ওয়েবসাইট এটি।

ফ্লাশডেন : এটি একটি ফ্লাশ ফাইল মার্কেটপ্লেস। সাইটটি কোনো ফাইল বিক্রির নূণ্যতম ৪০ শতাংশ পরিশোধ করে।

ভিডিওহাইভ : এখানে স্টক ভিডিও ফুটেজ ও মোশন গ্রাফিক্স বিক্রি করা যায়।

থিমফরেস্ট : এখানে থিমের পাশাপাশি ওয়েব ডিজাইন টেমপ্লেট বিক্রির নূণ্যতম ৪০ শতাংশ পাওয়া যায়।

গ্রাফিকরিভার : সাইটটিতে ভেক্টর ইমেজ, লেয়ারড ফটোশপ ফাইলসহ বিভিন্ন ধরণের ক্রিয়েটিভ কাজ বিক্রি করা যায়।

সাটারস্টক : এখানে ফটোগ্রাফি ও ভেক্টর ইমেজের প্রতিটি ডাউনলোডের জন্য .২৫ ডলার আয় করা যায়।

মাইফন্টস : এই অনলাইন ফন্ট সংগ্রহশালায় ফন্ট তৈরি করে ভালো দামে বিক্রি করতে পারেন।

ডব্লিউপি থিম মার্কেট : এখানে ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন তৈরি করে বিক্রি করা যায়।

কাটকাস্টার ডটকম : এখানে ডিজিটাল ইমেজ, ভেক্টর গ্রাফিক্সসহ স্টক ভিডিও বিক্রি করা যায়।

ক্লেভার অ্যান্ডি : ফুল ফাংশনাল সাইটে আপনার করা ডিজাইন দেখতে পাবেন সাইটটিতে। বিক্রির মোট আয়ের উপর একটি কমিশন পাওয়া যাবে এখান থেকে।

টেমপ্লেম্যাটিক : সাইটটিতে আপনার করা ওয়েবসাইট টেমপ্লেট আপলোড ও বিক্রি করতে পারবেন।

সিএমএস মার্কেট : এখানে জুমলা এবং ওয়ার্ডপ্রেসের থিম, টেমপ্লেট, এক্সটেনশনসহ ক্রিয়েটিভ কাজগুলো বিক্রি করা যায়।

সিএসএস টেমপ্লেটস ওয়েব : এখানে কমদামি সিএসএস নির্ভর ওয়েবসাইট টেমপ্লেটগুলো বিক্রি করা যায়।

লিনোটাইপ ডটকম : এই সাইটটি নতুন ফন্ট ডিজাইনারদের জন্য বেশ উপযোগি। এখানে আপনার ফন্ট আপলোড ও বিক্রি করতে পারেন।

সেরিজমো : সাইটটিতে নিজের সাজানো অনলাইন স্টোরে আপনার গ্রাফিক্স বিষয়ক কাজ আপলোড ও বিক্রির সঙ্গে সঙ্গেই তার মূল্য পেতে পারেন।

থিম গ্যালাক্সি : এটি একটি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম মার্কেটপ্লেস। এখানে নতুন থিম ডিজাইনারদেরকে একসঙ্গে কাজ করার জন্য স্বাগত জানানো হয়।

ওয়ার্ডপ্রেস ডিজাইনার : এটিও একটি প্রিমিয়াম থিম মার্কেটপ্লেস। এখানে নতুন ডিজাইনাররা সহজেই কাজ করতে পারেন।

ষূত্রঃ টেকশহর.কম

No comments:

Post a Comment