Tuesday, December 16, 2014

Info 2014 12 F

1) Follow below steps to get rid of googleupdate startup error ===>> LINK
2) বেশি তাপে ব্যাটারি কম টেকে 
ব্যাটারির দীর্ঘায়ুর সঙ্গে তাপমাত্রার বিশেষ সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, বেশি তাপে ব্যাটারি কম টেকে। মোবাইল ফোনটি যদি সব সময় বেশি গরম হয়, তখন ফোনটির ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ট্যাবলেট কম্পিউটার ও মোবাইল ফোনের এ বিষয়টি নিয়ে ব্যবহারকারীর অবশ্য তেমন কিছু করার থাকে না। তবে মোবাইল ফোন কেনার পর যদি দেখেন তা চালানোর পর বেশি গরম হচ্ছে, তখন এর ব্যাটারির আয়ু সম্পর্কে ধারণা করে নিতে পারবেন।
3) গবেষকেরা জানিয়েছেন, আমাদের জীবনের প্রায় সব অবসরটুকুই এখন ফেসবুক ব্যবহার করেই কাটছে। কিন্তু জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটির অ্যাপটি আপনার মোবাইল ফোনটির কার্যক্ষমতাও কমিয়ে দিচ্ছে। দ্রুত চার্জ খেয়ে ফেলা, অধিক জায়গা দখল করা ও ডাটা ব্যবহারের পরিমাণ হিসাব করে পারফরম্যান্স নিঃশেষকারী অ্যাপ হিসেবে শীর্ষে রয়েছে ফেসবুক।
4) ২০১৪-তে অনলাইন মার্কেটিং-এর এক তৃতীয়াংশের বিজ্ঞাপন পায় গুগল। কিন্তু ফেসবুকের প্রাপ্তি গত দু’বছরের দ্বিগুণ হয়েছে এই বছরে। এই সংস্থা এখানেই থেমে নেই বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চলতি মাসের শুরুতেই ব্যবসা বাড়াতে এনেছে ‘অডিয়েন্স নেটওয়ার্ক’। এর মাধ্যমে মোবাইলে ব্যবহারকারীদের মধ্যে এমনকি অ্যাপসের মাধ্যমেও বিজ্ঞাপন পৌঁছে দেবে ফেসবুক। নতুন এই ব্যবস্থা আগামীদিনে ফেসবুককে ব্যাপক ব্যবসা দিতে পারে বলে মনে করা হচ্ছে।– ওয়েবসাইট
5) Google Sites is a structured wiki- and web page-creation tool offered by Google as part of the Google Apps productivity suite. The goal of Google Sites is for anyone to be able to create a team-oriented site where multiple people can collaborate and share files

No comments:

Post a Comment