Thursday, June 26, 2014

বিশ্বের সবচেয়ে শক্তিশালী দূরবীক্ষণযন্ত্র বা টেলিস্কোপ - - -

ভিনগ্রহের প্রাণী খুঁজতে টেলিস্কোপ

ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ লাখ মাইল দূরে স্থাপন করা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দূরবীক্ষণযন্ত্র বা টেলিস্কোপ৷ ভিনগ্রহের প্রাণী (এলিয়েন) সত্যিই আছে কি না, সেই অনুসন্ধান চালাবে টেলিস্কোপটি৷ আকারে এটি হবে হাবল টেলিস্কোপের চেয়ে চার গুণ বড়৷ ফলে কোনো রকেট এই টেলিস্কোপকে বহন করে এত দূর নিয়ে যেতে পারবে না৷ তাই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বিজ্ঞানীদের একটি দল রকেটে চড়ে মহাশূন্যে ১০ লাখ মাইল পথ পাড়ি দিয়ে স্থাপন করবেন বিশাল সেই টেলিস্কোপ৷ অন্তত ১৭৬ ফুট লম্বা েটলিস্কোপটির নাম অ্যাটলাস্ট বা অ্যাডভান্সড টেকনোলজি লার্জ-অ্যাপার্চার স্পেস টেলিস্কোপ৷ এটির ভেতরে থাকবে ৫২ ফুট ব্যাসের একটি আয়না৷ টেলিস্কোপটি ৩০ আলোকবর্ষ দূরের গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে পারবে৷ ইনডিপেনডেন্ট৷    LINK

No comments:

Post a Comment