Wednesday, January 22, 2014

গণিতের সৌন্দর্য্য ও আল্লাহর ভালবাসা


গণিতের  সৌন্দর্য্য ও আল্লাহর ভালবাসা
...................................................


১ x ৮+১ = ৯
১২ x ৮+২ = ৯৮
১২৩ x ৮+৩ = ৯৮৭
১২৩৪ x ৮+৪ = ৯৮৭৬
১২৩৪৫ x ৮+৫ = ৯৮৭৬৫
১২৩৪৫৬ x ৮+৬ = ৯৮৭৬৫৪
১২৩৪৫৬৭ x ৮+৭ = ৯৮৭৬৫৪৩
১২৩৪৫৬৭৮ x ৮+৮ = ৯৮৭৬৫৪৩২
১২৩৪৫৬৭৮৯ x ৮+৯ = ৯৮৭৬৫৪৩২১

১ x ৯+২ = ১১
১২ x ৯+৩ = ১১১
১২৩ x ৯+৪ =১১১১
১২৩৪ x ৯+৫ = ১১১১১
১২৩৪৫ x ৯+৬ = ১১১১১১
১২৩৪৫৬ x ৯+৭ = ১১১১১১১
১২৩৪৫৬৭ x ৯+৮ = ১১১১১১১১
১২৩৪৫৬৭৮x ৯+৯ = ১১১১১১১১১
১২৩৪৫৬৭৮৯ x ৯+১০ = ১১১১১১১১১১

৯ x ৯+৭ = ৮৮
৯৮ x ৯+৬ = ৮৮৮
৯৮৭ x৯+৫ = ৮৮৮৮
৯৮৭৬ x ৯+৪ = ৮৮৮৮৮
৯৮৭৬৫৪ x ৯+৩ = ৮৮৮৮৮৮
৯৮৭৬৫৪৩ x ৯+২ = ৮৮৮৮৮৮৮
৯৮৭৬৫৪৩২ x ৯+১ = ৮৮৮৮৮৮৮৮
৯৮৭৬৫৪৩২১ x ৯+০ = ৮৮৮৮৮৮৮৮৮

কি, আশ্চর্য হচ্ছেন নিশ্চয়ই?
এবার পরেরটি দেখুন-

১ x ১ = ১
১১ x ১১ = ১২১
১১১ x ১১১ = ১২৩২১
১১১১ x ১১১১ = ১২৩৪৩২১
১১১১১ x ১১১১১ = ১২৩৪৫৪৩২১
১১১১১১ x ১১১১১১ = ১২৩৪৫৬৫৪৩২১
১১১১১১১ x ১১১১১১১ = ১২৩৪৫৬৭৬৫৪৩২১
১১১১১১১১ x ১১১১১১১১ = ১২৩৪৫৬৭৮৭৬৫৪৩২১
১১১১১১১১১ x ১১১১১১১১১ = ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১

গণিতের যে সৌন্দর্য আছে, তা হয়ত অনেকের অজানা। কিন্তু এ পিরামিডটি যখন খুব মনোযোগ দিয়ে হাতে কলমে সমাধানের চেষ্টা করবেন তখন হয়ত একটা ঘোরের মধ্যে পড়ে যাবেন। এবং সর্বোপরি আশ্চর্য হয়ে যাবেন এর ফলাফল দেখে। এ কী করে সম্ভব? কিন্তু সম্ভব তো হয়েছে। অনেকেই বলে, আমি শতভাগ চেষ্টা করেছি, কিন্তু কাজটি করতে পারিনি অথবা সফলতা পাইনি। আসলে সফলতার ক্ষেত্রে আমরা ‘শতভাগ’ কেন বলি? কেন শতভাগের চেয়ে একটু বেশি, ধরুন একশ’ এক ভাগ কেন চেষ্টা করি না ? তাহলে হয়ত যেকোনো কাজে আমরা সফল হতে পারতাম। কিন্তু শতভাগ ছেড়ে একশ’ একভাগ’র পেছনে কেন লাগলাম? এর উত্তর হলো, ‘গণিতের সৌন্দর্য ও আল্লাহর ভালোবাসা’ নামের এ গণিত পিরামিড। কেবল একশ’ একভাগ চেষ্টার ফলেই সম্ভব হয়েছে এটি। কিন্তু প্রশ্ন উঠতে পারে, এর সাথে ‘আল্লাহর ভালোবাসা’র সম্পর্ক কী? বলছি শুনুন। এ রহস্য বের করতে হলে প্রথমে একটা সূত্র জানতে হবে । আর তা হলো-

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬

এবার আসা যাক শব্দ ও সংখ্যার খেলায় -
যদি H-A-R-D-W-O-R-K
৮+১+১৮+৪+২৩+১৫+১৮+১১ = ৯৮%
কিন্তু K-N-O-W-L-E-D-G-E
১১+১৪+১৫+২৩+১২+৫+৪+৭+৫ = ৯৬%

এবং A-T-T-I-T-U-D-E
১+২০+২০+৯+২০+২১+৪+৫ = ১০০%

তখন L-O-V-E-O-F-G-O-D
১২+১৫+২২+৫+১৫+৬+৭+১৫+৪ = ১০১%


এর মানে যদি আপনি কাজটি করতে কঠোর পরিশ্রম করেন এবং এ সম্পর্কে জ্ঞান নেন তবে আপনার অ্যাটিটিউড আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। কিন্তু আপনি সফলতার কোন পর্যায়ে যাবেন অর্থাৎ আপনি কতটা সফল হবেন, তা নির্ভর করে আল্লাহর রহমত অর্থাৎ আল্লাহর ভালোবাসার উপর। কেবল আল্লাহর ভালোবাসাই আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে।
 Source LINK 

No comments:

Post a Comment