Friday, July 26, 2013

SMART PHONE

অ্যান্ড্রয়েড,আইফোন নাকি উইন্ডোজ?

অ্যান্ড্রয়েড,আইফোন নাকি উইন্ডোজবিশ্বজুড়ে নানা ক্ষেত্রে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, স্মার্টফোনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। অ্যান্ড্রয়েড, আইফোন আর উইন্ডোজফোনের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এখন স্মার্টফোনের বাজারে।